ফাইল ছবি
পুরীর মন্দিরে নাটমণ্ডপের চুড়োয় এক যুবক উঠে পড়ায় ফের জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার বিকেলের ঘটনাটি ঘটে। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার মুখ্য সচিব সুরেশ মহাপাত্র নিজে জগন্নাথ মন্দিরে আসেন। মন্দিরের সিসি টিভি বা নজরদার ক্যামেরার বন্দোবস্ত যথাযথ নয় বলে তাঁর সামনে তথ্য উঠে এসেছে।
মাসখানেকের মধ্যে তিনটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে পুরীর মন্দিরে। প্রথমে সবার অলক্ষ্যে এক যুবক মন্দিরের উনুন ভাঙে। সে মানসিক ভাবে পুরো সুস্থ ছিল না বলে পুলিশ পরে জানায়। সিসি ক্যামেরাতেও তার কুকীর্তি স্পষ্ট হয়নি। পরে পারিপার্শ্বিক প্রমাণের সাহায্যে পুলিশ তাকে ধরে। রূপান্তরকামী এক নারী শ্রী মন্দিরের সিংহদ্বারের চুড়োয় উঠে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এবং এর পরে মুর্শিদাবাদের এক যুবক জগন্নাথ দর্শনে এসে নাটমন্দিরের উপরে ওঠেন বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। যুবকের মানসিক স্থিতি নিয়ে পুলিশের প্রশ্ন আছে। বিষয়টির তদন্ত চলছে। এ দিন মুখ্য সচিব দেখেছেন, ১৫০টির মধ্যে মোটে ১২-১৩টি ক্যামেরা ছাড়া বাকি কার্যত বিকল। মন্দিরে দ্রুত ৬০০টি নজরদার ক্যামেরা বসানো হবে ওড়িশা প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে।