Madhya Pradesh

লোহার গরম রড দিয়ে সারবে নিউমোনিয়া! হাসপাতালে ভর্তি দেড় মাসের শিশু, অভিযুক্ত তিন

সংবাদ সংস্থা সূত্রে খবর, নভেম্বর মাসের শুরুর দিক থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে দেড় মাসের এক শিশু। চিকিৎসার জন্য পরিচিত এক ধাত্রী মায়ের সঙ্গে যোগাযোগ করে পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মধ্যপ্রদেশ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১০:২৩
Share:

প্রতীকী ছবি।

সারা শরীরে পোড়া পোড়া দাগ। গলায়, পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় দাগ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় দেড় মাসের শিশুকে। লোহার গরম রড দিয়ে শিশুটির শরীরের নানা জায়গায় পোড়ানো হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর। জানা গিয়েছে, শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত। নিউমোনিয়া সারিয়ে তুলতেই নাকি লোহার গরম রড দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছিলেন বুটি বাই বাইগা নামে এক মহিলা। বুটি পেশায় এক ধাত্রী মা। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোল জেলার হার্দি গ্রামে ঘটেছে। ধাত্রী মা বুটি, শিশুর মা বেতলওয়াতি বাইগা এবং শিশুটির ঠাকুরদা রজনী বাইগার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, নভেম্বর মাসের শুরুর দিক থেকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে বেতলওয়াতির দেড় মাসের শিশুপুত্র। চিকিৎসার জন্য পরিচিত এক ধাত্রী মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ধাত্রী মায়ের নির্দেশে ৪ নভেম্বর থেকে শিশুর শরীরের নানা জায়গায় লোহার গরম রড দিয়ে পোড়ানো শুরু করেন। এই পদ্ধতিতেই শিশুর রোগ সারাবেন বলে প্রায় ৪০ বার লোহার গরম রড দিয়ে কখনও গলায়, কখনও পেটে অথবা শরীরের অন্যান্য অংশ পুড়িয়ে ফেলতেন ধাত্রী মা। শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় জেলা হাসপাতাল থেকে নিকটবর্তী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী শিশুর মা, ঠাকুরদা এবং ওই ধাত্রী মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement