national news

'রণক্ষেত্রে সেনাদের অখুশি রাখা যায় না', চিকিৎসকদের ক্ষোভ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

তিন বিচারপতি অশোক ভূষণ, এস কে কউল ও এম আর শাহকে নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ শুক্রবার একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২০ ১৭:১০
Share:

কোভিড রোগীর চিকিৎসা চলছে দিল্রির একটি হাসপাতালে। ছবি- এএফপি।

কোভিড রোগীদের সারিয়ে তুলতে লড়াই চালাচ্ছেন যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, তাঁদের বেতন আর থাকার না জায়গা না পাওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বলল, রণক্ষেত্রে সেনাদের অখুশি রাখা উচিত নয়। যে ভাবেই হোক, এই সব চিকিৎসকের ক্ষোভ প্রশমনের চেষ্টা করতে হবে সরকারকেই। আদালতকে এ ব্যাপারে টেনে আনা যাবে না। সরকারকেই সমস্যার সুরাহার বন্দোবস্ত করতে হবে।

Advertisement

তিন বিচারপতি অশোক ভূষণ, এস কে কউল ও এম আর শাহকে নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ শুক্রবার একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে।

আদালতে এক চিকিৎসক অভিযোগ করেছিলেন, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে দিন-রাত এক করে লড়াই চালিয়ে যাচ্ছেন যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, তাঁরা হয় বেতন পাচ্ছেন না, না হলে তাঁদের বেতন দিতে দেরি করা হচ্ছে বা বেতন কেটে নেওয়া হচ্ছে।

Advertisement

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় ১০৯৫৬, মোট আক্রান্তে ব্রিটেনকে টপকে বিশ্বে চতুর্থ ভারত​

আরও পড়ুন- বাড়ছে বেকারত্ব, আমেরিকায় নতুন ভিসা পেতে সমস্যা হতে পারে ভারতীয়দের

এ দিনের শুনানিতে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ বলেছে, “রণক্ষেত্রে সেনাদের অখুশি রাখা উচিত নয়। যে ভাবেই হোক, এই সব চিকিৎসকের ক্ষোভ প্রশমনের চেষ্টা করতে হবে সরকারকে। করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন যাঁরা, দেশ তাঁদের কোনও ভাবেই অখুশি রাখতে পারে না।’’

এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, আদালতকে তা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এও জানান, আরও ভাল পরামর্শ পেলে সরকার তা বিবেচনা করবে।

সলিসিটর জেনারেলের বক্তব্যের পর শীর্ষ আদালতের বেঞ্চ বলে, “আমরা খবরে পড়েছি, দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা বেতন পাচ্ছেন না। প্রতিবাদে তাঁরা ধর্মঘটও করেছেন। দিল্লিতে তিন মাস ধরে বেতন পাননি চিকিৎসকরা। এই ব্যাপারগুলি সরকারকেই দেখতে হবে। আদালতকে ডেকে আনা যাবে না।’’

আদালত এও বলেছে, সরকারকে এ ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে। যাতে এই সব ক্ষোভ, অসন্তোষ আর না থাকে চিকিৎসকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement