প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিন্হা। ছবি- টুইটার থেকে সংগৃহীত।
না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামোল্লেখ করলেন না। তুললেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও। শুধু অমিত শাহের ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এ থাকা দু’জনের এক জনকে ‘দুর্যোধন’, আর অন্য জনকে ‘দুঃশাসন’ বলে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন দলের প্রাক্তন নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা।
শুক্রবার তাঁর টুইটে যশবন্ত লিখেছেন, ‘‘দেশের সবচেয়ে ভয়ঙ্কর ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এ যে দু’জন রয়েছেন, তাঁদের এক জন দুর্যোধন। অন্য জন দুঃশাসন’। ওঁরা দু’জনেই রয়েছেন বিজেপি-তে। ওঁদের থেকে সাবধান থাকুন।’’
‘মহাভারত’-এ কুরুক্ষেত্রের যুদ্ধ বাধানোর প্রধান কুশীলব ছিলেন দুর্যোধন আর দুঃশাসনই।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজোড়া হিংসা, বিক্ষোভের ঘটনার জন্য এ সপ্তাহের গোড়ার দিকে কংগ্রেসকে দায়ী করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বছরে দিল্লি বিধানসভার নির্বাচনে কংগ্রেসকে যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানিয়ে অমিত বলেন, ‘‘যে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’টিকে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে, তাদের এ বার শাস্তি দেওয়ার সময় এসেছে। দিল্লিতে হিংসার ঘটনার জন্যও তারাই দায়ী।’’
গত বছরের এপ্রিলে বিজেপি ছেড়ে রাজনীতি থেকে অবসর নেন যশবন্ত। ওই সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘‘দলের এই অবস্থা দেখেই আমি বিজেপি ছাড়লাম। ভারতে গণতন্ত্র বড়ই বিপদে পড়ে গিয়েছে।’’