নোট বদলের জন্য ব্যাঙ্কের কাজ ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। আর সে কারণে শীঘ্রই নোট বদলের উপর স্থগিতাদেশ জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার? এমন গুজব ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, জানালেন অর্থ মন্ত্রকের এক পদস্থ কর্তা।
সূত্রের খবর, ‘‘সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে এমন কোনও সঙ্কেত দিতে চায় না সরকার।’’ কিন্তু নোট বদলের উপর স্থগিতাগদেশের খবর চাউর হতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়ে যায়। তার পরই অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়, নোট বদল বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেওয়া হয়নি।
বৃহস্পতিবার নোট বদলের ঊর্ধ্বসীমা কমানোর কথা ঘোষণা করেছে সরকার। দেশের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সচিব শক্তিকান্ত দাস সাংবাদিক সম্মেলন করে জানান, নোট বদলের ঊর্ধসীমা কমিয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। তার পর আজ নোট বদল বন্ধ করার খবর রটতেই উদ্বেগ চারিয়ে গিয়েছিল গোটা দেশে। পরে অবশ্য সরকারের তরফে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘নোট বদলের ঊর্ধসীমা কমল কেন? এ বার তো রাস্তায় রাস্তায় দাঙ্গা হবে’