ছবি: রয়টার্স।
শবরীমালা ‘আন্দোলন করার জায়গা নয়’ বলে জানাল কেরল সরকার। কোনও মহিলা শবরীমালায় পুজো দিতে যেতে চাইলে রাজ্য সরকার আর তাকে পুলিশি সহায়তা দেবে না— শুক্রবার জানিয়ে দিলেন কেরলের দেবশ্বম মন্ত্রী কড়কমপল্লি সুরেন্দ্রন। তাঁর সাফ কথা— কেউ যদি মনে করেন পুলিশি নিরাপত্তা দরকার, আদালতে গিয়ে নির্দেশ নিয়ে আসুন।
সুরেন্দ্রন দাবি করেন, শবরীমালা নিয়ে আদালতের রায়ে বিভ্রান্তি রয়েছে। সরকার বিষয়টি নিয়ে আইন মন্ত্রকের পরামর্শ নিচ্ছে। মন্ত্রী বলেন, ‘‘খবর দিয়ে সাংবাদিক ও আলোকচিত্রীদের জড়ো করে কেউ কেউ তীর্থযাত্রা করছেন। সরকার কেন তাকে সমর্থন করবে?’’ এর আগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বলেন, ‘‘সরকারের কাজ কোর্টের নির্দেশ বাস্তবায়িত করা। শবরীমালা নিয়ে রায়ে অস্বচ্ছতা রয়েছে।’’
আদালত শবরীমালায় সব বয়সি মেয়েদের পুজোর অধিকার স্বীকার করার পরে হাজার হাজার মানুষের বাধা অতিক্রম করে কয়েক জন মহিলা যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে হিমশিম খায়। সংঘর্যে বহু মানুষ আহত হন। এ বারেও তাঁরা মন্দিরে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বাবরির পরিবর্তে কিছু নেওয়ার প্রশ্ন ওঠে না, জানিয়ে দিল জমিয়ত উলেমা-ই-হিন্দ