চলন্ত ট্রেনে বন্দিকে ধর্ষণ, হস্তক্ষেপ মহিলা কমিশনের

পুলিশ সূত্রে খবর, ৩ অগস্টের ওই ঘটনায় নয়াদিল্লির রেলস্টেশন থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০২:৫৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

মুর্শিদাবাদের আদালতে হাজিরা দিয়ে দিল্লি ফেরার পথে চলন্ত ট্রেনের শৌচাগারে তিহাড় জেলের এক মহিলা বন্দিকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় অবিলম্বে পুলিশি পদক্ষেপের দাবিতে বুধবার দিল্লি পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছে জাতীয় মহিলা কমিশন। অন্য দিকে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হল দিল্লি-রাঁচী রাজধানী এক্সপ্রেসের এক টিকিট পরীক্ষক এবং প্যান্ট্রির এক কর্মীকে। দু’টি ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রেলে মহিলা যাত্রীদের নিরাপত্তা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৩ অগস্টের ওই ঘটনায় নয়াদিল্লির রেলস্টেশন থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। বুধবার স্বতঃপ্রণোদিত ভাবে দিল্লি পুলিশ প্রধানের কাছে ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, অপরাধীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

দিল্লি-রাঁচী রাজধানী এক্সপ্রেসের ঘটনায় টিকিট পরীক্ষক এবং প্যান্ট্রি কর্মী নির্যাতিতা তরুণীকে মাদক মেশানো আইসক্রিম খাইয়েছিল বলে মঙ্গলবার রাতে টুইটারে অভিযোগ তুলেছেন তাঁর এক পরিচিত। টুইটটিতে রেলমন্ত্রী এবং রেলের কয়েক জন উচ্চপদস্থ আধিকারিকদেরও ট্যাগ করেন নির্যাতিতার ওই বান্ধবী। টুইটের জবাবে দুঃখপ্রকাশ করে আইআরটিসি পূর্ব শাখা। জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

নির্যাতিতা তরুণী তরফে এফআইআর দায়ের না করা হলেও ফোনে তাঁর থেকে ঘটনার বিস্তারিত বিবরণ নেওয়া হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। বিভাগীয় তদন্ত চালানোর পাশাপাশি ইতিমধ্যই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement