Crime

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী, ঘর থেকে উদ্ধার দেহ

ঘটনাটি গুরুগ্রাম এলাকার। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৬
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গুরুগ্রামের ভন্দসি এলাকার। বৃহস্পতিবার খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ থানায় অভিযোগ দায়ের করেন নিহত মহিলার ভাই মুকেশ। অভিযোগপত্রে মুকেশ উল্লেখ করেছেন যে, তাঁর জামাইবাবু অনিল তাঁকে ফোন করেন। ফোন করে জানান যে, মুকেশের দিদি অসুস্থ।

অনিলের ফোন পেয়ে দিদির বাড়িতে যান মুকেশ। সেখানে দিদিকে মৃত অবস্থায় দেখেন তিনি। তাঁর দিদির শরীরে ক্ষতচিহ্ন ছিল বলে দাবি করেছেন মুকেশ। দিদিকে মৃত অবস্থায় পাওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হন মুকেশ। নিহত মহিলার নাম সীমা।

Advertisement

পুলিশ জানিয়েছে, সীমার সঙ্গে অনিলের প্রেম করে বিয়ে। তাঁদের এক বছরের কন্যাসন্তান রয়েছে। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement