Madhya Pradesh

গাড়ি টানার গরু নেই, তাই হাতে তুলে নিয়েছেন জোয়াল, সন্তানকে বসিয়ে হেঁটে চলেছেন এক মা

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহিলা রাজগড়ের পচোর থেকে জাতীয় সড়ক ধরে ১৫ কিলোমিটার এ ভাবেই গরুর গাড়ি নিয়ে হেঁটেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৯
Share:

এ ভাবেই মেয়েকে নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন মহিলা।

জাতীয় সড়কের ধার বরাবর এক মহিলাকে হেঁটে আসতে দেখা গেল। গরুর গাড়ি টানছেন। গাড়ির পিছনের দিকে বেশ কিছু জিনিস, তার উপরে বসে রয়েছে এক শিশু।

Advertisement

যে গাড়ি গরু দিয়ে টানানোর কথা, তার জায়গায় মহিলাই হাতে তুলে নিয়েছেন জোয়াল। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যা নিয়ে সমাজমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। ভিডিয়োটি মধ্যপ্রদেশের রাজগড়ের।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহিলা রাজগড়ের পচোর থেকে জাতীয় সড়ক ধরে ১৫ কিলোমিটার এ ভাবেই গরুর গাড়ি নিয়ে হেঁটেছেন। পথে এক বাইকচালক তাঁকে এ ভাবে হেঁটে যেতে দেখে কারণ জিজ্ঞাসা করেন। তখন মহিলা জানান, আরও ১৫ কিলোমিটার তাঁকে এ ভাবেই হেঁটে যেতে হবে। কিন্তু সেই বাইকচালক মানবিকতার খাতিরে মহিলার গাড়িটিকে বাইকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যান।

Advertisement

জানা গিয়েছে, মহিলার নাম লক্ষ্মী। সারঙ্গপুরের বাসিন্দা। দু’বছর আগে স্বামীর মৃত্যুর পর চার ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে অথৈ জলে পড়েন। কোনও দিন খাবার জোটে, কোনও দিন জোটে না। মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ও নেই। চার ছেলেমেয়েই শ্রমিকের কাজ করে। লক্ষ্মী কাজ সেরে ৩০ কিলোমিটার পথ ওই ভাবেই ফিরছিলেন। ভিডিয়োটি ভাইরাল হতেই রাজগড়ের জেলাশাসক হর্ষ দীক্ষিতের কাছে পৌঁছয়। তিনি লক্ষ্মীকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement