Hair Dryer

প্রতিবেশীর জন্য আসা বাক্স খুলতেই বিপত্তি! হাতে হেয়ার ড্রায়ার ফেটে উড়ে গেল তালু

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২১:৩৮
Share:

বাক্স খুলে ড্রায়ার বার করে বিদ্যুৎ সংযোগ করতেই বিকট শব্দে বিস্ফোরণ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

চুল শুকানোর ড্রায়ার থেকে যে এমন হতে পারে, ভাবতেই পারেননি কর্নাটকের বাসবরাজেশ্বরী ইয়ারনাল। প্রতিবেশী শশীকলার জন্য আসা বাক্স খুলতেই বিপত্তি। তাঁর অনুরোধে বাক্স খুলে ড্রায়ার বার করে বিদ্যুৎ সংযোগ করতেই বিকট শব্দে বিস্ফোরণ! অভিযোগ, তাতে ইয়ারনালের আঙুল, হাতের তালু উড়ে গিয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর এই ঘটনা হয়েছে। কর্নাটকের বাগালকোটের পুলিশ সুপার অমরনাথ রেড্ডি জানিয়েছেন, ইয়ারনালকে শশীকলা জানিয়েছিলেন, তিনি শহরের বাইরে যাচ্ছেন। তাঁর হয়ে কুরিয়র দফতর থেকে একটি পার্সেল নিয়ে আসতে হবে। শশীকলার কথা মতো তাঁর হয়ে একটি পার্সেল নিয়ে আসেন ইয়ারনাল। তার পরে প্রতিবেশীর কথায় সেই বাক্স খুলে হেয়ার ড্রায়ারটি বার করেন তিনি। সেটি চালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। অভিযোগ, বিস্ফোরণের অভিঘাতে ইয়ারনালের আঙুল, হাতের তালু উড়ে যায়।

বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ইয়ারনালের বাড়িতে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সুপার রেড্ডি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয়েছে। বিশাখাপত্তনমের একটি সংস্থা ড্রায়ারটি তৈরি করেছে। পুলিশের একটি সূত্র মনে করছে, ইয়ারনালের সঙ্গে শত্রুতা থাকতে পারে শশীকলার। তার জেরে প্রতিশোধ নিতে পারেন তিনি। ইয়ারনালের স্বামী পাপান্না ইয়ারনাল সেনাবাহিনীতে ছিলেন। ২০১৭ সালে জম্মু ও কাশ্মীরে মৃত্যু হয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement