Crime

দিল্লিতে মহিলাকে খুন করে কবর দেওয়ার অভিযোগ, গ্রেফতার তিন যুবক

মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঋণের বকেয়া টাকা না মেটানো নিয়ে গোলমালের জেরে খুন বলে অনুমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৮:০২
Share:

মাটি খুঁড়ে মহিলার দেহ বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতীকী ছবি।

ঋণের বকেয়া টাকা না মেটানো নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে খুন করে দেহ কবর দেওয়ার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

Advertisement

গত ২ জানুয়ারি থানায় মহিলার নামে নিখোঁজ ডায়েরি দায়ের করেন তাঁর স্বামী চিরঞ্জিত। গত ২ জানুয়ারি আচমকা উধাও হয়ে যান মহিলা। তাঁর ফোন বন্ধ করা ছিল। এর পরই পুলিশের দ্বারস্থ হন তাঁর স্বামী।

এই ঘটনার তদন্তে নেমে মবিন, রেহান ও নবীন নামে ৩ যুবককে পাকড়াও করে পুলিশ। নিহত মহিলার সঙ্গে ফোনে ওই ৩ যুবক কথা বলেছিলেন। সেই সূত্রেই ৩ যুবককে পাকড়াও করা হয়। পরে জিজ্ঞাসাবাদ চলাকালীন খুনের কথা স্বীকার করেন ধৃতেরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পেশায় দর্জি নবীন জানিয়েছেন যে, গত ৪-৫ বছর ধরে তাঁরা মহিলাকে জানতেন। মবিন নামে অন্য ধৃত যুবক পেশায় অটোচালক। অপর ধৃত রেহান পেশায় নাপিত। দিল্লির মাঙ্গেরাম পার্ক এলাকায় মবিনের বাড়িতে মহিলাকে খুন করেন রেহান। তার একটি কবরস্থানে তাঁরা মহিলার দেহ পুঁতে দেন বলে অভিযোগ। গত ২ জানুয়ারি মধ্যরাতে এই ঘটনা ঘটে।

নিহত মহিলা তেজারতি কারবার করতেন। পশ্চিম দিল্লি এলাকায় হকারদের ঋণ দিতেন তিনি। অভিযুক্ত ৩ যুবককেও তিনি ঋণ দিয়েছিলেন। সেই ঋণের টাকা ফেরত দেওয়া নিয়ে ঝামেলা হয়। তার জেরেই ওই মহিলাকে খুন করা হয় বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। মাটি খুঁড়ে মহিলার দেহ বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement