—প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম দিলেন ২৪ বছরের তরুণী। রেলের তরফে শনিবার জানানো হয়েছে, মুম্বই-বারাণসী কামায়নী এক্সপ্রেসে সওয়ার ছিলেন তিনি। শুক্রবার ভোরে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় সন্তান প্রসব করেছেন। পরিবারের সদস্যেরা ট্রেনের নামেই সদ্যোজাতের নাম রেখেছেন।
স্বামীর সঙ্গে মহারাষ্ট্রের নাসিক থেকে মধ্যপ্রদেশের সাতনায় যাচ্ছিলেন তরুণী। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ)-র ইনস্পেক্টর মঞ্জু মাহোবে জানান, ভোপাল এবং বিদিশার মাঝে প্রসববেদনা শুরু হয় ওই যাত্রীর। ওই কামরারই দুই মহিলা যাত্রী এগিয়ে এসে তরুণীকে সাহায্য করেন। অন্য যাত্রীরা আরপিএফে খবর দেন।
বিদিশা স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। সেখান থেকে মা এবং সদ্যোজাতকে হরদা জেলা হাসপাতালে পাঠানো হয়। আরপিএফের তরফে জানানো হয়েছে, দু’জনেই সুস্থ রয়েছেন। আরপিএফের ইনস্পেক্টর মঞ্জু জানিয়েছেন, ট্রেনের নামে শিশুটির নাম রাখা হয়েছে ‘কামায়নী’।