Viral Video

স্টেশনে দাঁড়ানো ট্রেনে উঠে শৌচাগার ব্যবহার, হর্ন বাজলে দ্রুত নামতে গিয়ে মহাবিপদে মহিলা

ঘটনাটি বিহারের মুজাফফরপুর স্টেশনের। গতকাল সেখানেই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেছিলেন ওই মহিলা। স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভয়াবহ সেই মুহূর্তের ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৯:৫৯
Share:

ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি। ছবি: টুইটার

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বড়সড় বিপত্তির মুখে পড়লেন মহিলা। তবে রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে তিনি আটকে গিয়েছিলেন। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনি ট্রেনের শৌচাগার ব্যবহার করতে চেয়েছিলেন। তাই ট্রেনটি যখন দাঁড়িয়েছিল, শৌচাগার ব্যবহার করতে তিনি ট্রেনে উঠেছিলেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। দ্রুত সেই ট্রেন থেকে নামতে গিয়েই এই বিপত্তি।

Advertisement

ঘটনাটি বিহারের মুজাফফরপুর স্টেশনের। গতকাল সেখানেই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেছিলেন ওই মহিলা। স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভয়াবহ সেই মুহূর্তের ছবি। যা দেখে রীতিমতো শিহরিত হয়েছেন অনেকে। রেলপুলিশের তরফে ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, স্টেশন থেকে ট্রেনটি তখন সবে ছেড়েছে। তখনই নামার জন্য পা বাড়িয়ে দিয়েছিলেন মহিলা। কিন্তু পায়ের সঙ্গে শরীরের ভারসাম্য রাখতে পারেননি। প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে ঢুকে যায় তাঁর শরীর।

Advertisement

সঙ্গে সঙ্গে উপস্থিত আরপিএফের আধিকারিকরা মহিলার দিকে ছুটে যান। তাঁকে কোনও রকমে টেনে ধরা হয়। তাতে আর কিছুটা দেরি হলে মহিলা পুরোপুরি ট্রেনের তলায় ঢুকে যেতে পারতেন। আর তাঁকে বাঁচানো সম্ভব হত না। মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় রেল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement