Crime

গায়ের রং নিয়ে খোঁটা স্বামীর, আত্মঘাতী হলেন তরুণী

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২০:১১
Share:

—প্রতীকী চিত্র।

গায়ের রং চাপা বলে খোঁটা দিতেন স্বামী। দিনের পর দিন হেনস্থা হতে হত তা নিয়ে। অপমান সহ্য করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী।

Advertisement

রাজস্থানের ঝালাওয়ারের বংশখয়রা গ্রামে এমনই ঘটনা ঘটেছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার বলবীর সিংহ জানিয়েছেন, মৃত তরুণীর নাম মঙ্গীবাঈ। সোমবার কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

ওই তরুণীর বাবা, গণেশপুরার গ্রামের বাসিন্দা দেবলাল জানিয়েছেন, এ বছর এপ্রিল মাসে বংশখয়রার বাসিন্দা দীনেশ লোঢার সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। কিন্তু গায়ের রং চাপা হওয়ায় তাঁকে খোঁটা দিতেন দীনেশ। কথা শুনতে হতো শ্বশুরবাড়ির লোকজনের কাছেও। তাতে অতিষ্ঠ হয়ে কুয়োয় ঝাঁপ দেন ওই তরুণী।

Advertisement

আরও পড়ুন: বোর্ডের পরীক্ষা চলাকালীন হামলা স্কুলে, ফের তপ্ত কাশ্মীর​

খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সংঘর্ষ এড়াতে যাত্রিবোঝাই গাড়ি পড়ে গেল জলে! দেখুন ভিডিয়ো​

ঝালাওয়ারের ডেপুটি সুপারের নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গীবাঈয়ের স্বামী দীনেশ লোঢার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement