ডাইনি অপবাদে পিটিয়ে খুন মহিলা

স্টেশন হাউস অফিসার (এসএইচও) জ্যোতি পুঞ্জ জানিয়েছেন, মারধরের পরে ওই মহিলার স্বামী ও বাড়ির লোকেরা মিলে তাঁকে থানায় নিয়ে আসেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০১:৫৯
Share:

নওয়াদা জেলার গোবিন্দপুর থানা এলাকার কোয়লীগড় গ্রামে বছর পঞ্চাশের এক মহিলাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।

ডাইনি অপবাদ দিয়ে ফের পিটিয়ে খুন মহিলা। এ বার বিহারে।

Advertisement

নওয়াদা জেলার গোবিন্দপুর থানা এলাকার কোয়লীগড় গ্রামে বছর পঞ্চাশের এক মহিলাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রের খবর, সকাল আটটা নাগাদ জল ভরতে গিয়েছিলেন মহিলা। সে সময় গ্রামবাসীদের একটি দল চড়াও হয় তাঁর উপরে। পরে পরিবারের লোকেরা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনও পাশেই দাঁড়িয়ে ছিলেন গ্রামবাসীরা। মহিলার স্বামী এফআইআরে জানিয়েছেন, গ্রামবাসীরা ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে এই কাজ করেছে।

Advertisement

স্টেশন হাউস অফিসার (এসএইচও) জ্যোতি পুঞ্জ জানিয়েছেন, মারধরের পরে ওই মহিলার স্বামী ও বাড়ির লোকেরা মিলে তাঁকে থানায় নিয়ে আসেন। তখন তাঁর অবস্থা গুরুতর। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। গ্রামের ১২ জন বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নিহতের পরিবার। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

গত সপ্তাহেই গরু চুরির অভিযোগে বিহারের সারণ জেলায় তিন জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল। এ বার খুন নওয়াদায়। দলিত ও মুসলিমদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঠেকাতে নীতীশ সরকার ব্যর্থ— এই অভিযোগ এনে আজ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডির সহ-সভাপতি রাবড়ি দেবী ও দলের বিধায়কেরা। একই অভিযোগে সরব হয়েছে সিপিআই, সিপিএমও।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement