প্রতীকী ছবি।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই কন্যাসন্তান-সহ এক মহিলার। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কসমপুর এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম মোনা (৪০), মনীষা (১৪) এবং চারু (৭)।
পুলিশ সূত্রে খবর, লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও পরিবার-সহ রেললাইন পার করছিলেন মোনার স্বামী নরেশ। কঙ্কর খেরা গ্রামের বাসিন্দা তিনি। ঠেলাগাড়ি করে স্ত্রী এবং দুই কন্যাসন্তানকে নিয়ে রেললাইন পার করছিলেন নরেশ। লেভেল ক্রসিং দেওয়া থাকলেও লাইন পার করছিলেন তিনি। সেই সময় কসমপুর এলাকার উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তীব্র গতিতে ছুটে আসছিল।
তাড়াতাড়ি রেললাইন পার করার চেষ্টা করলেও ব্যর্থ হন নরেশ। ঠেলাগাড়ির পিছনের আসনে দুই কন্যাকে নিয়ে বসেছিলেন মোনা। ট্রেনটি তীব্র গতিতে ছুটে এসে ঠেলাগাড়ির পিছনে ধাক্কা মারে বলে পুলিশ জানিয়েছে। নরেশ প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই দুই কন্যা-সহ মারা যান মোনা। পুলিশ সুপার পীযূষকুমার সিংহ জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।