Arrest

তিন বছরের প্রতিবেশী শিশুকে পুড়িয়ে মেরে ধৃত মা ও ছেলে!

তার অগ্নিদগ্ধ দেহ অভিযুক্তদের বাড়ি থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে উদ্ধার হয় মঙ্গলবার বিকালে। তার পরই ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৬:৪১
Share:

গ্রেফতারের প্রতীকী ছবি। ফাইল চিত্র।

প্রতিবেশীর তিন বছরের শিশুকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগে মা ও ছেলেকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। ভোপালে রবিবার রাত থেকে নিখোঁজ ছিল তিন বছরের শিশুটি। তার অগ্নিদগ্ধ দেহ অভিযুক্তদের বাড়ি থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে উদ্ধার হয় মঙ্গলবার বিকালে। তার পরই ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার দাদুর কাছে ১০ টাকা নিয়ে চকোলেট কিনতে বাইরে বেরিয়েছিল শিশুটি। কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও বাচ্চাটি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাড়ির লোক। এরপর খোঁজাখুজি করেও বাচ্চাটিকে পাওয়া যায়নি। গত কাল বাচ্চাটির অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ভোপালের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ ইরশাদ ওয়ালি জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনায় ৪০ বছরের সুনিতা সোলাঙ্কি ও তাঁর ২০ বছরের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি বলেছেন, ‘‘রবিবার শিশুটি চকোলেট কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর সুনীতার ছেলে তাঁকে অপহরণ করে। বাচ্চাটিকে পুড়িয়ে মেরে তাঁর দেহ বাড়ির কাছেই ফেলে দেয় মা ও ছেলে।’’

Advertisement

আরও পড়ুন: বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তিন তালাক দিলেন উত্তরপ্রদেশের ব্যক্তি!

তিনি আরও জানিয়েছেন, গত মাসে অভিযুক্তদের বাড়িতে চুরি হয়েছিল। অভিযুক্ত মা ও ছেলের ধারণা ছিল শিশুটির বাড়ির লোকই সেই চুরির সঙ্গে যুক্ত। সেই চুরির প্রতিশোধ নিতেই অভিযুক্তরা এই কাজ বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

আরও পড়ুন: অবিবাহিত মেয়েদের মোবাইলে নিষেধাজ্ঞা! ‘ভিন জাতে’ বিয়ে করলে জরিমানা দেড় লাখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement