Celebrity marriage

চুপিসারে বিয়ে করলেন অভিনেতা জয়, পাত্রী কে, কী পরিচয় তাঁর?

বিয়ে সারলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। পাত্রী অলিভিয়া ভট্টাচার্য। দম্পতির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:১৬
Share:

বিয়ের মণ্ডপে জয় এবং অলিভিয়া। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরে টলিপাড়ায় প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। এ বার প্রায় চুপিসারে বিয়ে করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। পাত্রী অলিভিয়া ভট্টাচার্য। বিয়ের পর আনন্দবাজার অনলাইনকে জানালেন আগামীর পরিকল্পনা।

Advertisement

শনিবার বারাসতের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিবাহবাসর। রাতে বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। বিয়েতে জরির কাজ করা সাদা পঞ্জাবি এবং লাল চিকনের ধুতিতে সেজেছিলেন জয়। অলিভিয়ার পরনে ছিল লাল বেনারসি।

জয়ের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই পাত্রীকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে। কিন্তু জয়ের স্ত্রী রুপোলি দুনিয়ার কেউ নন। আনন্দবাজার অনলাইনকে জয় জানালেন, অলিভিয়া জেলা আদালতের বিচারক। এই মুহূর্তে তিনি মেদিনীপুরে কর্তব্যরত। গত এক বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। জয়ের কথায়, “আমার মায়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। পাকা দেখা করেই বিয়ে বলা যায়।”

Advertisement

ইন্ডাস্ট্রিতে তাঁর বিয়ের খবর আগে থেকে কাউকে জানাননি জয়। তাই অনেকেই নাকি তাঁকে ফোন করছেন। অভিনেতার কথায়, “আমি বিয়ের পরে সকলকে জানাতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে খুব দ্রুত একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি।” রবিবার সন্ধ্যায় জয়ের উত্তরপাড়ার বাড়িতে রিসেপশন হবে। মধুচন্দ্রিমা নিয়ে কী ভাবনা তাঁর? জয় হেসে বললেন, “ফেব্রুয়ারিুর প্রথম সপ্তাহ থেকে ‘সিসিএল’ (সেলিব্রিটি ক্রিকেট লিগ) শুরু হবে। এ দিকে অষ্টমঙ্গলাও রয়েছে। তার মাঝে সময় পেলে কো-সামুই যাওয়ার ইচ্ছা রয়েছে।”

সম্প্রতি ‘শ্রীদুর্গা’ ছবির শুটিং সেরেছেন জয়। নতুন কাজ নিয়েও তাঁর কথাবার্তা চলছে। তবে এই মুহূর্তে নতুন জীবনটা ভাল ভাবে শুরু করতে আগ্রহী জয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement