Crime

Uttarakhand: চলন্ত গাড়িতে মা ও ছ’বছরের শিশুকে গণধর্ষণ করে ফেলে দেওয়া হল ক্যানালে!

হরিদ্বারের রুরকি এলাকায় চলন্ত গাড়িতে এক মহিলা ও তাঁর ছ’বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল। অভিযুক্তরা অধরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০৮:৫২
Share:

প্রতীকী ছবি।

রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল হরিদ্বারের রুরকিতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন এক মহিলা ও তাঁর ছ’বছরের শিশুকন্যা। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন মহিলাকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েক জন বন্ধু।

এর পরই চলন্ত গাড়িতে ওই মহিলা ও তাঁর মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর একটি ক্যানালে তাঁদের ফেলে দেন অভিযুক্তরা।

Advertisement

কোনও ভাবে ওই অবস্থায় থানায় পৌঁছন মহিলা। তার পরই তিনি অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কত জন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি নির্যাতিতা। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি। মহিলার দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু।

রুরকির সিভিক হাসপাতালে ওই মহিলা ও তাঁর মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement