Crime

ঘাড়ে পর পর তিন বার কোপ! উদ্ধার শিক্ষিকার রক্তাক্ত দেহ, আততায়ীর খোঁজে পুলিশ

এক শিক্ষিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। আততায়ীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০২
Share:

অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতীকী ছবি।

মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। সোমবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শান্তিনগর এলাকায়। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম কৌসর মুবিনা। লালবাগ এলাকায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কন্যাকে নিয়ে থাকতেন ওই মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে ঢুকে ওই মহিলার উপর হামলা চালান এক আততায়ী। তাঁর ঘাড়ে ৩ বার কোপ মারেন। বাড়ির সদর দরজার সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। হামলার পরই চম্পট দেন আততায়ী। পালানোর সময় অভিযুক্তকে দেখেছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, মহিলার পূর্বপরিচিত ছিলেন আততায়ী। অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পুলিশের ২টি দল তৈরি করা হয়েছে। বাড়িতে লুটের জন্য খুন নয় বলে জানিয়েছেন ডিসিপি (সেন্ট্রাল) আর শ্রীনিবাস গৌড়া। কী কারণে খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement