rape

রাজস্থানে স্বামী, সন্তানের সামনে মহিলাকে ধর্ষণ প্রাক্তন দেওরের

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্বামী এবং সন্তানদের সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। অভিযোগ, সেই সময় মহিলার প্রাক্তন দেওর এবং আরও চার জন মিলে তাঁদের পথ আটকান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৩:৩৬
Share:

প্রতীকী ছবি।

স্বামী এবং সন্তানের সামনেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। সোমবার ঘটনাটি ঘটেছে বারণ জেলায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্বামী এবং সন্তানদের সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। অভিযোগ, সেই সময় মহিলার প্রাক্তন দেওর এবং আরও চার জন মিলে তাঁদের পথ আটকান। এর পরই মহিলার বর্তমান স্বামীকে মারধর করেন ওই পাঁচ জন। তার পর তাঁর হাত-পা বেঁধে দেন।

অভিযোগ, এর পরই মহিলাকে ফাঁকা মাঠে টেনে নিয়ে গিয়ে তাঁর স্বামী এবং সন্তানের সমানে ধর্ষণ করা হয়। স্থানীয়দের সহযোগিতায় কোনও রকমে বাড়িতে ফিরে আসেন তাঁরা। এই ঘটনায় পুলিশ মহিলার প্রাক্তন দেওর এবং তাঁর দুই সহযোগীকে রবিবার আটক করে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সন্তান জন্ম দিতে অক্ষম— এই অভিযোগে প্রাক্তন স্বামীকে ছেড়ে চলে আসেন মহিলা। তার পর আরও এক ব্যক্তিকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তানও আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement