Woman Attacked in Tripura

ঋণ শোধ করতে না পারায় মহিলাকে মারধর করে মাথা কামিয়ে দেওয়া হল ত্রিপুরায়! অভিযুক্ত একদল মহিলা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন আক্রান্ত মহিলা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। মহিলার অভিযোগ, ১৫-২০ জন মহিলা আচমকাই বাড়িতে ঢোকেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২৩
Share:

মহিলাকে হেনস্থার অভিযোগ ত্রিপুরায়। প্রতীকী ছবি।

ঋণ শোধ করতে না পারায় এক মহিলাকে বাড়ি থেকে টেনে বার করে মারধরের পর অর্ধেক মাথা কামিয়ে দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার সিপাহজেলায়। অভিযোগ উঠেছে একদল মহিলার বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বিশালগড়ের লালসিংহমুরার। মহিলার উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। বিশালগড় মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইনস্পেক্টর শিউলি দাস এই ঘটনার তদন্ত করছেন। তিনি জানিয়েছেন, মহিলার উপর হামলা চালিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা। হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

স্থানীয় ভাবে ওই গোষ্ঠী চালান একদল মহিলা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন আক্রান্ত মহিলা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। মহিলার অভিযোগ, ১৫-২০ জন মহিলা আচমকাই বাড়িতে ঢোকেন। তিনি তখন রান্না করছিলেন। প্রথমে সাধারণ বাক্যবিনিময় হয়। মহিলা কোথায় ঘুরতে যাচ্ছেন, তা-ও জানতে চাওয়া হয়। এ পর্যন্ত সব ঠিক ছিল। অভিযোগ, তার পরই ওই মহিলারা তাঁর উপর চড়াও হন। বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় নামান। তার পর মারধর চলে। শেষে মহিলার মাথা অর্ধেক কামিয়েও দেওয়া হয়। সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি দ্রুত টাকা না শোধ করেন, তা হলে পরিণতি আরও ভয়ঙ্কর হবে। পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে অজ্ঞাতপরিচয় ২০-২১ জনের নামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement