—প্রতীকী চিত্র।
ভোটমুখী রাজস্থানে আবার ধর্ষণের অভিযোগ উঠল। ৪০ বছর বয়সি এক মহিলাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। ঘটনাটি জয়পুরের। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে স্ত্রীর খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার স্বামী। দায়ের করেন নিখোঁজ ডায়েরি। পরে সে দিন মধ্যরাতে অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে পুলিশ।
শুক্রবার এই ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়ায় মরুরাজ্যের রাজনীতিতে। বিক্ষোভ দেখায় সে রাজ্যের বিরোধী দল বিজেপি। পরে অভিযুক্ত বাসচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে পুলিশ।
গত মাসেই রাজস্থানে এক দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। আবার, দৌসা জেলায় পুলিশ কনস্টেবলের চার বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে খোদ পুলিশেরই বিরুদ্ধে। এসআই পদমর্যাদার ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে নির্বাচন। তার আগে আবার ধর্ষণের অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।