Marriage

‘বিয়ের দিনই ঘর থেকে তুলে নিয়ে যাব’! বাড়িতে ঢুকে যুবকের হুমকি, নিজেকে শেষ করলেন তরুণী

তরুণীর দাদার অভিযোগ, বোনকে অনেক দিন ধরেই বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন ওই যুবক। বোন কোনও উত্তর না দেওয়ায় পাকা কথার দিন সরাসরি বাড়িতে এসে হুমকি দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৩৫
Share:

ঘর থেকে তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রতীকী ছবি।

বিয়ের দিনই ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন যুবক। আর তার পরই ভয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই তরুণী উত্ত্যক্ত করছিলেন যুবক। শুধু তাই-ই নয়, মেসেজ পাঠিয়ে তাঁকে বিয়ে করার জন্য বার বার প্রস্তাব পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। সেই সব মেসেজের কোনও উত্তর দেননি তরুণী। অন্য দিকে, তরুণীর বাড়ির লোকেরা তাঁর বিয়ে স্থির করে ফেলেন। ৩১ মার্চ ছিল বিয়ের পাকা কথা।

অভিযোগ, তরুণীর বিয়ে অন্যত্র স্থির হয়েছে এ কথা জানতে পেরেই পাকা কথার দিন সরাসরি তাঁর বাড়িতে হাজির হন যুবক। পরিবারের সদস্যদের সামনে হুমকি দিয়ে বলেন, “বিয়ের দিন তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কেউ কিছু করতে পারবে না।”

Advertisement

তরুণীর পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন ছিলেন তাঁদের মেয়ে। থানায় এ বিষয়ে অভিযোগও জানানো হয়েছিল। হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তরুণী আত্মহত্যা করেন। এই ঘটনার পরই অভিযুক্ত যুবক বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তরুণীর দাদার অভিযোগ, বোনকে অনেক দিন ধরেই বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন ওই যুবক। বোন কোনও উত্তর না দেওয়ায় পাকা কথার দিন সরাসরি বাড়িতে এসে হুমকি দেন। তার পর থেকেই মনমরা হয়ে পড়েছিল বোন। ভয়ও পেয়ে গিয়েছিল। কিন্তু এ ভাবে নিজেকে শেষ করে দেবে ভাবতে পারছেন না তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement