US Tariff War

আমেরিকার ‘পাল্টা শুল্কের’ বদলা নেবে ভারত? মার্কিন পণ্যে কি বসবে কর, কী ভাবছে নয়াদিল্লি

তুলনায় ভারতের উপর কম শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প (২৬ শতাংশ)। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত-সহ একাধিক দেশ ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ০৯:৫৮
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যে চড়া শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাত থেকে নয়া এই শুল্কনীতি কার্যকর হওয়ার কথা। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে। ভারতও সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স কেন্দ্রের এক পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, পাল্টা শুল্ক ঘোষণার পথে হাঁটছে না ভারত। কারণ, এই বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে।

Advertisement

তুলনায় ভারতের উপর কম শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প (২৬ শতাংশ)। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত-সহ একাধিক দেশ ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়ে রেখেছে যে, বাণিজ্য নিয়ে বোঝাপড়া ফলপ্রসূ হলে সেই দেশের উপর শুল্কের হার কমানো হতে পারে। এই বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পদস্থ আধিকারিক।

সরকারের একটি সূত্রে জানা গিয়েছে, বাণিজ্যচুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে দ্রুত বোঝাপড়া শুরু করে পড়শি চিন, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার চেয়ে এগিয়ে থাকতে চাইছে ভারত। পড়শি এবং প্রতিদ্বন্দ্বী চিন ইতিমধ্যে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে। রাশ টেনেছে আমেরিকায় পণ্য রফতানিতে। এ ছাড়া, শি জিনপিং চিনে ১১টি মার্কিন সংস্থার বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতির সুযোগ নিতে চাইছে নয়াদিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement