Nagpur

ঝগড়া করে বেরিয়ে যান স্ত্রী, বাড়ি ফিরতে না চাওয়ায় নিজেকেই শেষ করলেন তরুণ

রাগ কমলে স্ত্রীকে ফোন করে বাড়ি ফিরতে বলেন তিনি। পুলিশের দাবি, তরুণের প্রস্তাবে রাজি হননি তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ১০:০২
Share:

—প্রতীকী ছবি।

সংসারে মাঝেমধ্যেই লেগে থাকত অশান্তি। ঝগড়ার পর রাগের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্ত্রী। আর বাড়ি ফিরে যেতে চাননি। হতাশা এবং দুঃখে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ। রবিবার নাগপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের বয়স ৩৫ বছর। ঘটনাটি নাগপুরের গীতানগর এলাকায় ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার স্ত্রীর সঙ্গে কোনও কারণে ঝামেলা শুরু হয়েছিল তরুণের। অশান্তি বাড়তে থাকায় বাড়ি ছেড়ে বেরিয়ে যান তরুণের স্ত্রী। রাগ কমলে স্ত্রীকে ফোন করে বাড়ি ফিরতে বলেন তিনি।

পুলিশের দাবি, তরুণের প্রস্তাবে রাজি হননি তাঁর স্ত্রী। বাড়ি ফিরতে চান না বলে তরুণকে জানান তাঁর সঙ্গী। স্ত্রীর কথা শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন তরুণ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীর বাড়ি না-ফেরার কথা শুনে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে শনিবার আত্মহত্যা করেন ওই তরুণ। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নাগপুরের হুদকেশ্বর থানায় দুর্ঘটনায় মৃত্যুর ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement