খবরে নিষেধ কেন, জবাব চায় আদালত

কাশ্মীরে সংবাদমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন উপত্যকার এক সং‌বাদপত্রের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন।

Advertisement

নিজস্ব সং‌বাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৪:৩৪
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

কাশ্মীরে সংবাদমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট।

Advertisement

কাশ্মীরে সংবাদমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন উপত্যকার এক সং‌বাদপত্রের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন। আজ শীর্ষ আদালতে অনুরাধার আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, ‘‘আজ নিয়ে ২৪ দিন ধরে কাশ্মীর থেকে কার্যত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।’’ এক সপ্তাহের মধ্যে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারকে জবাব দিতে বলেছে শীর্ষ আদালত।

উপত্যকার সংবাদপত্রগুলির অধিকাংশই এখন চার পাতার বেশি প্রকাশ করতে পারছে না। তাতে অধিকাংশ ক্ষেত্রেই সরকারি বিজ্ঞপ্তি ছাপা হচ্ছে। সংবাদমাধ্যমকে চাপে ফেলতে আগেই কয়েকটি সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন কমানো হয়েছিল। তার জেরে হয়েছে কর্মী ছাঁটাইও। তবে কেন্দ্রীয় সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাশ্মীরের মানুষকে কাছে টানার কাজ অবিলম্বে শুরু করতে চাইছে।

Advertisement

প্রধানমন্ত্রী এ দিন মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন, এর আগে দু’টি পরিবার জম্মু-কাশ্মীর শাসন করেছে। কেন্দ্র কোটি কোটি টাকার সাহায্য দিলেও রাজ্যের সাধারণ মানুষের উপকার হয়নি। কিছু প্রভাবশালীই অর্থ আত্মসাৎ করেছে। তাই কাশ্মীর নিয়ে এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন। বিশেষ মর্যাদা লোপ ও জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তের পরে মোদী সরকারের কোনও শীর্ষ মন্ত্রী সেখানে যাননি। আগামিকাল লাদাখে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

রাজ্যপাল সত্যপাল মালিকএ এ দিন সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্যের আপেল চাষিদের জন্য একটি প্রকল্প তৈরি করছে ‘ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন’ (ন্যাফেড)। রাজ্যপালের কথায়, ‘‘রাজ্যে ৭ লক্ষ আপেল চাষি আছেন। উৎপন্ন হয় ২২ লক্ষ মেট্রিক টন আপেল। ন্যাফেড চাষিদের জন্য একটি ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করবে। তা বাজার দরের চেয়ে অন্তত ১০ টাকা বেশি হবে। রাজ্য থেকে ৫৫০০ কোটি টাকার আপেল কিনবে ন্যাফেড। যা মোট উৎপাদনের ৫০ শতাংশের চেয়েও বেশি। আপেল চাষিদের কোনও ক্ষতি আমরা হতে দেব না।’’ রাজ্যপাল জানান, গত ছ’মাসে রাজ্যে ৫২টি কলেজ তৈরি হয়েছে। আরও ৫০টি ডিগ্রি কলেজ তৈরি হবে। ২৩৮টি জুনিয়র হাইস্কুলের উন্নতি করা হয়েছে। মেয়েদের জন্য আলাদা কলেজ তৈরি হবে। এমস তৈরি হচ্ছে। তৈরি হয়েছে ৫টি মেডিক্যাল কলেজ। বেড়েছে মেডিক্যালে আসনের সংখ্যাও। সত্যপাল বলেন, ‘‘কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সচিবের সঙ্গে আমার এ দিনই বৈঠক হয়েছে। রাজ্যের প্রতি জেলায় আইটিআই ও দক্ষতাবৃদ্ধি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।’’ তাঁর কথায়, ‘‘এ সব পরিকল্পনা বাস্তবায়িত হলে কাশ্মীরের চেহারাই বদলে যাবে। প্রধানমন্ত্রী সব মন্ত্রককে জানিয়ে দিয়েছেন, কাশ্মীরের জন্য যা করা সম্ভব দ্রুত করতে হবে।’’

আজ সরকার-বিক্ষোভের জন্য ‘ফ্রিডম স্ট্রিট’ হিসেবে পরিচিত পুরনো শ্রীনগরে নিষেধাজ্ঞা কার্যত উঠে গিয়েছে। বোহরি কাদাল, রাজৌরি কাদাল, খানিয়ার, নওহাট্টা, গোজওয়ারা, হাওয়ালের মতো এলাকায় কোনও ব্যারিকেড নেই। তবে বাজার এখনও বন্ধ। রাস্তাঘাট শুনশান। পুরনো শ্রীনগরের নামপ্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানাচ্ছেন, মানুষ ক্ষুব্ধ। তবে আজ বড় কোনও বিক্ষোভের ইঙ্গিত মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement