আগামী বছরের গোড়ায় নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন। ফাইল চিত্র।
এনএসসিএন (আই-এম)-এর সশস্ত্র ক্যাডারদের সাহায্য নিয়ে বিজেপি ও শরিকরা আগামী বছর নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে জিততে চাইছে বলে অভিযোগ তুলল কংগ্রেস।
সাত বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকার ও নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আই-এম)-এর মধ্যে নাগা শান্তি চুক্তি হয়ে গিয়েছে। কিন্তু সাত বছর কেটে গেলেও সেই চুক্তি দিনের আলো দেখেনি। তার রূপায়ণও হয়নি। আগামী বছরের গোড়ায় নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন। এখন কংগ্রেস তথা বিরোধীশূন্য নাগাল্যান্ড বিধানসভায় নেফিয়ু রিওর সরকারে বিজেপি-সহ সব দলই যোগ দিয়েছে। আজ দিল্লিতে নাগাল্যান্ডের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা অজয় কুমার ও রণজিৎ মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, নাগাল্যান্ডের রিও সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার কেন নাগা সমস্যার সমাধান করছে না? এনএসসিএন ক্যাডারদের থেকে অস্ত্র কেড়ে নেওয়া হলেই রাজ্যের সমীকরণ বদলে যাবে এবং তাঁদের হারতে হবে বুঝেই কি শান্তি চুক্তি রূপায়ণ হচ্ছে না? এআইসিসি-র সচিব রণজিৎ বলেন, ‘‘২০১৯-এর অক্টোবরে ঘোষণা হয়েছিল, এনএসসিএন-এর সঙ্গে দর কষাকষির পালা শেষ। এখন চুক্তি রূপায়ণ হলেই এনএসসিএন জঙ্গিদের অস্ত্র কেড়ে নেওয়া হবে। সেই কারণেই কি ২০১৯-এর পরে আর কোনও পদক্ষেপ হয়নি? বিজেপি কি ভোটে সশস্ত্র জঙ্গিদের সাহায্য চাইছে?’’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুলাইতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বলেছেন, ২০২৪-এর মধ্যে নাগা সমস্যার সমাধান হয়ে যাবে। নাগাল্যান্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি কে থেরি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নাগাদের মিথ্যে কথা বলছেন? প্রথমে ২০১৯-এর লোকসভা ভোটের পরে, তার পরে অসমের ভোটের পরে, এর পরে মণিপুরের ভোটের পরে, এখন ২০২৪-এর পরে সমস্যার সমাধানের কথা বলা হচ্ছে।’’