ভারতে তাৎপর্যপূর্ণ ভাবে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে চিকিত্সা পরিকাঠামোয়। এই পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। ‘টুগেদার ফর ইন্ডিয়া’ নামে এক তহবিল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তারা। মূলত করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এবং করোনার চিকিৎসায় অক্সিজেন, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও ওষুধ কেনার জন্য ব্যবহার হবে এই তহবিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল। এই উদ্যোগের মূল লক্ষ্যই হল ভারতের ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধ করা।