আনন্দ রাই।
কংগ্রেসের দিগ্বিজয় সিংহ যখন বিজেপির বিধায়ক কেনাবেচা নিয়ে সরব, তারই মধ্যে আজ একটি ‘স্টিং অপারেশন’-এর ভিডিয়ো প্রকাশ করলেন আনন্দ রাই। ব্যপম কেলেঙ্কারির ‘হুইস্ল ব্লোয়ার’ আনন্দের দাবি, কমল নাথ ক্ষমতায় আসা মাত্রই তাঁর সরকার ফেলতে ‘অপারেশন পদ্ম’ শুরু করে দিয়েছিল বিজেপি। গত বছর তিনি দিল্লির চাণক্যপুরীতে মধ্যপ্রদেশ ভবনের একটি ঘরে বিজেপি নেতা নরোত্তম মিশ্রের সঙ্গে দেখা করেছিলেন। তখনই গোপন ক্যামেরায় ভিডিয়োটি তোলা হয়। তাতে দেখা যাচ্ছে, নরোত্তম দাবি করছেন, চার জন কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের প্রত্যেককে ১০০ কোটি টাকা করে দেওয়া হবে। কিস্তিতে। সরকার ওল্টালে মন্ত্রিত্বও।
প্রশ্ন হল, এত দিন পরে ঠিক এই সময়ে কেন সামনে আনলেন ভিডিয়োটি? আনন্দের জবাব, ‘‘যাতে ভোটাররা জানতে পারেন, ক্ষমতায় আসতে না-আসতেই কমল নাথ সরকারকে ফেলতে কী ধরনের চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল।’’
বিজেপির মুখপাত্র উমেশ শর্মার দাবি, ‘‘ওই ভিডিয়ো জাল ও বিভ্রান্তিকর। পুরোটাই বিজেপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’’ মধ্যপ্রদেশে নিয়োগ পরীক্ষায় কোটি কোটি টাকার জালিয়াতির চক্রের কথা প্রথম ফাঁস করেছিলেন এই আনন্দ। এ দিন তিনি বলেন, ‘‘ভিডিয়োটিতে কোনও রকম কারচুপি করা নেই। যে কোনও সংস্থাকে দিয়ে এর সত্যতা যাচাই করানো যেতে পারে।’’