ফাইল ছবি।
আগামী তিন-চার মাসের মধ্যে দেশে করোনা টিকা চলে আসবে বলে বিশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধনের। এফআইসিসিআই এফএলওজ-এর ওয়েবিনারে একথা জানালেন তিনি। ভারতে একাধিক করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। কোনওটি আছে তৃতীয় পর্যায়ে কোনওটি আছে দ্বিতীয়তে। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, ‘‘আগামী তিন, চার মাসের মধ্যে দেশে করোনা টিকা চলে আসবে। করোনার টিকা প্রথম দেওয়া হবে সামনের সারির করোনা যোদ্ধাদের, তারপর দেওয়া হবে বৃদ্ধ, মহিলা ও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষদের।’’
হর্ষবর্ধন এদিন জানিয়েছেন, আগামী বছর জুলাই-অগস্টের মধ্যে দেশের ২৫ থেকে ৩০ কোটি মানুষের জন্য করোনার টিকা বাজারে আনা সম্ভব হবে। তাঁর কথায়, ‘‘আপনারা সবাই জানেন, প্রতিষেধক দেওয়ার বিষয়ে প্রাধান্যের তালিকা তৈরি করতেই হবে। করোনা যোদ্ধাদের আগে টিকা দেওয়া জরুরি।’’
আরও পড়ুন: নাশকতা মামলায় ১০ বছর জেল মুম্বই হামলার চক্রী হাফিজের
ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৯ লক্ষে। বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার মানুষ। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৩১,৫৭৮ জনের। তার মধ্যেই সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল প্রায় শেষ হওয়ার মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদসংস্থাকে মন্ত্রী বললেন, ‘‘৫০ থেকে ৬৫ বছর বয়সের মানুষদের করোনার টিকা দেওয়ার পর ৫০-এর কম বয়স অথচ যাঁদের একাধিক রোগ রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে। পুরোটাই নির্ভর করবে বিজ্ঞানীদের সিদ্ধান্তের উপর। তবে আগামী বছর মার্চ-এপ্রিল মাসে কী ভাবে টিকা দেওয়া হবে, তা নিয়ে আমরা এখন থেকেই পরিকল্পনা করে রেখেছি।’’
আরও পড়ুন:কোটি টাকার লিগে দুই প্রধান, নজর থাকবে কোন ফুটবলারদের দিকে?