বন্ধ হচ্ছে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ

আজ অনেকে টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া ‘স্ক্রিনশট’ পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বেরিয়ে যাচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা ও নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০২:৫৩
Share:

ছবি রয়টার্স।

কাশ্মীরে ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১২০ দিন পেরোল। ফলে বন্ধ হতে শুরু করেছে কাশ্মীরের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী, ১২০ দিন ধরে ওই সোশ্যাল মিডিয়ায় কারও অ্যাকাউন্টে কোনও বার্তা আদানপ্রদান বন্ধ থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আজ অনেকে টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া ‘স্ক্রিনশট’ পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বেরিয়ে যাচ্ছেন। দেহরাদূন প্রবাসী কাশ্মীরি পড়ুয়া সুহেল লাইসার বলেন, ‘‘দেখলাম কাশ্মীর নিয়ে খবর ও ছবি শেয়ার হয় এমন এক গ্রুপ থেকে অনেক কাশ্মীরি বেরিয়ে গেলেন।’’ ব্রিটেনপ্রবাসী কাশ্মীরি চিকিৎসক মুদাসির ফিরদোসি বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম কাশ্মীরে ইন্টারনেট চালু হয়েছে। গ্রাহকেরাই গ্রুপ ছাড়ছেন। পরে বুঝলাম বিষয়টি তা নয়।’’ এ নিয়ে টুইট করে হোয়াটসঅ্যাপকে ট্যাগ করেছেন কাশ্মীরি রাজনীতিক শেহলা রশিদ। হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুকের মুখপাত্র মানছেন, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ও তথ্য মজুত রাখার উপরে নিয়ন্ত্রণ রাখতে এই পদক্ষেপ। অনেকের মতে, কাশ্মীরিদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে‌। কিন্তু তা তাঁরা জানতেও পারছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement