Akhilesh Yadav

‘আপনাদের চায়ে বিষ থাকতে পারে, খাব না’! পুলিশকর্তাদের আপ্যায়ন ফিরিয়ে বললেন অখিলেশ

সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সম্প্রতিই এসপি নেতা মণীশজগন আগরওয়ালকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। তার গ্রেফতারির প্রতিবাদেই রবিবারের বিক্ষোভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:০৭
Share:

লখনউ পুলিশের সদর দফতরে অখিলেশ। ছবি: সংগৃহীত।

চায়ে বিষ থাকতে পারে। তাই, পুলিশের দেওয়া চা খেতেই চাইলেন না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তথা সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা পুলিশকর্তাদের মুখের উপরেই বলে দিলেন, ‘‘আমি আপনাদের বিশ্বাসই করি না।’’ অখিলেশের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

Advertisement

সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সম্প্রতি এসপি নেতা মণীশজগন আগরওয়ালকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। তার গ্রেফতারির প্রতিবাদেই রবিবার লখনউ পুলিশের সদর দফতরে বিক্ষোভ দেখা এসপি-র কর্মী-সমর্থকেরা। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়়িয়ে পড়েন অখিলেশ। তাঁকে শান্ত করতে পুলিশ আধিকারিকেরা চা খাওয়াতে চান। অভিযোগ, সেই সময় অখিলেশকে বলতে শোনা যায়, ‘‘আমি চা খাব না। দরকার হলে বাইরে থেকে চা আনিয়ে নেব। হতে পারে আপনারা চায়ে বিষ মিশিয়ে রেখেছেন। আমি আপনাদের বিশ্বাস করি না।’’

পরে সেখান থেকে বেরিয়ে গোসাইগঞ্জ জেলা সংশোধনাগারে মণীশের সঙ্গেও দেখা করতে যান অখিলেশ। অন্য দিকে, মণীশের মুক্তির দাবিতে ডিজিপির সদর দফতরের ২ নম্বর গেটের সামনেও স্বামীপ্রসাদ মৌর্যের নেতৃত্বে বিক্ষোভ দেখান দলের এসপি কর্মী-সমর্থকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement