বাঁ দিক থেকে রাহুল গান্ধী, অখিলেশ যাদব। — ফাইল চিত্র।
‘ইন্ডিয়া’য় শরিকদের মধ্যে দূরত্ব কি ক্রমেই বাড়ছে? রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে এ বার সরব হলেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বললেন এসপি-প্রধান। জানালেন, রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় এখনও আমন্ত্রণ পাননি তিনি। তাঁর বক্তব্য, নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না।
উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়তে পারে কংগ্রেস এবং এসপি। আসন সমঝোতা নিয়েও কথা চলছে দু’দলের। এর মধ্যেই অখিলেশ জানালেন, রাহুলের যাত্রায় এখনও আমন্ত্রণ পাননি তিনি। বাংলায় ঢুকে বিহারে গিয়ে আবার বাংলা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুলের যাত্রা। ক্রমে পৌঁছবে উত্তরপ্রদেশ। সাংবাদিকেরা অখিলেশকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে রাহুলের যাত্রা প্রবেশ করলে তিনি কি তাতে যোগ দেবেন? জবাবে এসপি-প্রধান বলেন, ‘‘সমস্যা হল, অনেক বড় কর্মসূচিতেই আমরা আমন্ত্রণ পাই না। নিজেরা কী ভাবে নিজেদের আমন্ত্রণের কথা বলব?’’
শুক্রবারই কলকাতার রেড রোডের ধর্নামঞ্চে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাহুলের যাত্রার বিষয়ে কিছুই জানতেন না তিনি। তাঁর কথায়, ‘‘হঠাৎ করে দেখলাম বাংলায় চলে এল। এক বার বললও না কোন রাস্তা দিয়ে যাবে! আমরা নাকি ‘ইন্ডিয়া’র পার্টনার। এক বার বলার প্রয়োজন মনে করল না।’’ এর পর জোট নিয়েও কংগ্রেসকে বিঁধেছেন মমতা। তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে ৩০০টি আসনে লড়ো। আর বাকি ২৪৩টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনল না। মাতব্বরি করল। আজ কী হল?’’ এর পরেই তিনি জানিয়ে দেন, বিজেপিকে ঠেকাতে বাংলায় লড়বে তৃণমূল। তাঁর কথায়, ‘‘ওরা যা করছে করুক, বাংলায় আমরা বিজেপিকে ঠেকাব। বিজেপিকে ঠেকাতে পারি, আগেও দেখিয়েছি, আবার দেখাব।’’
উত্তরপ্রদেশেও জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপড়েন শুরু হয়েছে এসপির। ইতিমধ্যে ১১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অখিলেশের দল, যেগুলির মধ্যে বেশ কয়েকটিতে প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস। এসপি নেতা রামগোপাল যাদব শনিবার দাবি করেন, কংগ্রেসকে উত্তরপ্রদেশে ইতিমধ্যে ১৬টি আসন ছাড়ার কথা হয়েছে। দিন কয়েকের মধ্যে আরও কিছু আসনে নিয়ে কথা হবে। খুব শীঘ্রই কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতাও চূড়ান্ত হতে চলেছে। এর মধ্যেই ১১টি আসনে এসপির প্রার্থী ঘোষণা ভাল ভাবে নিচ্ছে না কংগ্রেস। তারা স্পষ্টই জানিয়েছে, আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও হয়নি। পাল্টা অখিলেশের স্ত্রী তথা এসপি সাংসদ ডিম্পল যাদব বলেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধানকে রক্ষার নির্বাচন। আর দেরি হওয়া উচিত না।’’