Pre Budget Meet

প্রাক্‌ বাজেট বৈঠকে বকেয়া নিয়ে সরব রাজ্য

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তার আগে শুক্রবার রাজস্থানের জয়সলমেরে প্রাক্ বাজেট বৈঠকে দেশের সব অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:২৩
Share:

(বাঁ দিকে) নির্মলা সীতারামন এবং চন্দ্রিমা ভট্টাচার্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রের ডাকা প্রাক্ বাজেট বৈঠকে বকেয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ নিয়ে সরব হল রাজ্য সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তার আগে শুক্রবার রাজস্থানের জয়সলমেরে প্রাক্ বাজেট বৈঠকে দেশের সব অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল কেন্দ্র।

Advertisement

সেই বৈঠকে রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই আবাস, একশো দিনের প্রকল্প-সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। যার চাপ আসছে রাজ্যের উপর। চন্দ্রিমার সওয়াল ছিল, গত কয়েক বছরে রাজ্যে ২৭টি কেন্দ্রীয় দল এবং ৪৯টি পর্যবেক্ষক দল ঘুরে গিয়েছে। তারা যা সুপারিশ করেছিল, তার সবই কার্যকর করেছে রাজ্য। কেন্দ্রীয় সরকার তার পরেওকেন বরাদ্দ ছাড়েনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা।

কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে কেন্দ্রের সব সুপারিশ ভবিষ্যতে পালিত হবে, সেই লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের দাবি, রাজ্যের বক্তব্য কেন্দ্র নথিবদ্ধ করেছে। এর পাশাপাশি, প্রাকৃতিক বিপর্যয়ের নানা তথ্য তুলে ধরেছিল রাজ্য। বলা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের প্রায় ৪২ শতাংশ এলাকা নানা ভাবে প্রভাবিত হয়। তার পরেও কেন্দ্রের তরফে যথাযথ অনুদান পাওয়া যায়নি। সূত্রের দাবি, বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন নির্মলা। জানিয়েছেন, কেন্দ্র যে দীর্ঘমেয়াদি সুদবিহীন ঋণ নেয়, তার ৫০ শতাংশ রাজ্যগুলির মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ খাতে ভাগ করে দেওয়া হবে। চন্দ্রিমা বলেন, “বিষয়টি মেনে নিয়েছে কেন্দ্র। তাদের নেওয়া ঋণের ৫০ শতাংশ রাজ্যগুলির মধ্যের ভাগ হয়ে গেলে ইতিবাচক পদক্ষেপ হবে।”

Advertisement

নির্মলা ওই বৈঠকে জানিয়েছেন, অর্থনৈতিক স্বাস্থ্য ভাল হওয়া এবং কর আদায়ে সাফল্যের কারণে, চতুর্দশ অর্থ কমিশনের পাঁচ বছরের তুলনায় পঞ্চদশ অর্থ কমিশনের ৪৫ মাসেই কর আদায়ের ভাগ হিসেবে রাজ্যগুলিকে বেশি টাকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement