করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ শিবসেনার। —ফাইল চিত্র।
মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল ১৮ দিনে। ২১ দিনে করোনা জয় সম্ভব হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ১০০ দিনের বেশি কেটে গেলেও করোনার হাত থেকে রেহাই মেলেনি। তা নিয়ে এ বার নরেন্দ্র মোদীকে একহাত নিল শিবসেনা। তাদের বক্তব্য, বিশ্ব অর্থনীতিতে ভারতের ‘সুপারপাওয়ার’ হওয়ার স্বপ্ন পূরণ হোক না হোক, এ ভাবে চললে খুব শীঘ্র করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে পৌঁছে যাবে ভারত।
মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তা নিয়েই এ দিন মোদী সরকারের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দেয় শিবসেনার মুখপত্র ‘সামনা’। তাতে বলা হয়, ‘‘মহাভারতের যুদ্ধের চেয়ে করোনার বিরুদ্ধে লড়াই আরও কঠিন। দুর্ভাগ্যের বিষয়, যে মুহূর্তে ভারত বিশ্ব অর্থনীতিতে সুপারপাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, সেই সময় দেশে ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন।’’
'সামনা'-য় আরও বলা হয়, ‘‘আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই রাশিয়াকে পিছনে ফেলে দিয়েছি আমরা। এরকম চললে খুব শীঘ্র বিশ্বতালিকায় ১ নম্বরে উঠে আসব আমরা। মহাভারতের যুদ্ধ ১৮ দিন স্থায়ী হয়েছিল। ২১ দিনে করোনার বিরুদ্ধে লড়াই শেষ হবে বলে নিশ্চিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ১০০ দিন পেরিয়ে গেলেও করোনা থেকে রেহাই মেলেনি। বরং এর বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছেন মানুষ।’’
আরও পড়ুন: আগাম সতর্কতা, চিনকে টক্কর দিতে লাদাখে মোতায়েন বায়ুসেনার অ্যাপাচে
আরও পড়ুন: অনলাইন ক্লাস করা বিদেশি পড়ুয়াদের আমেরিকা ছাড়তে হবে, জানাল ট্রাম্প সরকার
করোনার প্রকোপে দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি সুস্থ হওয়ার হার বাড়লেও, সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৯ হাজার ২৬ জন প্রাণ হারিয়েছেন সেখানে।