ভ্লাদিমির পুতিন
কোভিড পরিস্থিতি আয়ত্তে এলে চলতি বছরের শেষে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসার কথা সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কূটনৈতিক সূত্রের মতে, সে সময় দু’দেশের মধ্যে পরস্পরের সামরিক ঘাঁটি অবাধ ব্যবহার সংক্রান্ত চুক্তি সই করা হবে। এর ফলে সংশ্লিষ্ট দু’টি দেশ একে অন্যের সামরিক ঘাঁটি মসৃণ ভাবে ব্যবহার করার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর রাস্তা সহজ করতে পারবে। আপাতত এই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে নয়াদিল্লি ও মস্কো।
কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, এই চুক্তির ফলে দু’দেশের মধ্যে যৌথ মহড়া এবং প্রশিক্ষণের সুযোগ বাড়বে। পাশাপাশি ভারতের বিশাখাপত্তনম এবং মুম্বই বন্দরকে জ্বালানি ভরার জন্য ব্যবহার করতে পারবে রাশিয়ার জাহাজ। ভারতও ব্যবহার করবে রাশিয়ার বন্দর এবং বিমানঘাঁটি। দু’দেশের মধ্যে চেন্নাই-ভ্লাদিভস্তক নৌ রুটটি ফের চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় জলপথে ভারত-রাশিয়া নৌ সেনা সহযোগিতা বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।