Vivek Oberoi

মাদক যোগের তদন্তে পলাতক শ্যালকের খোঁজে বিবেক ওবেরয়ের বাড়িতে তল্লাশি

আদিত্য আবার কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জীবারাজ আলভার ছেলে। তাঁর খোঁজেই তল্লাশি অভিযান চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৬:৫২
Share:

বিবেক ওবেরয়ের বাড়িতে পুলিশের হানা।

মাদক যোগের তদন্তে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে হানা দিল পুলিশ। ওই মামলায় বিবেকের শ্যালক আদিত্য আলভাকে খুঁজছে পুলিশ। আদিত্য আবার কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জীবারাজ আলভার ছেলে। তাঁর খোঁজেই তল্লাশি অভিযান চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।

Advertisement

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের পরোয়ানা জারি হওয়ার পরই এ দিন তল্লাশি অভিযানে নামে ক্রাইম ব্র্যাঞ্চ। বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পটেল বলেন, ‘‘আদিত্য আলভা নিখোঁজ। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমরা খবর পেয়েছিলাম যে আদিত্য আলভা এখানেই আছে।’’

‘স্যান্ডলউড মাদক’ মামলায় আদিত্যকে খুঁজছে পুলিশ। ওই কাণ্ডে পুলিশি অভিযান শুরু হওয়া থেকেই নিখোঁজ সে। তাঁর বিরুদ্ধে কন্নড় চলচ্চিত্র জগতের একাধিক অভিনেতা এবং গায়ককে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। ওই মাদক ‘স্যান্ডলউড’ নামেই ওই মহলে পরিচিত।

Advertisement

আরও পড়ুন: রাজনীতি থেকে স্বেচ্ছাবসর চেয়ে মুকুল-পুত্রের ফেসবুক পোস্ট

আরও পড়ুন: কেরলে সোনা পাচার কাণ্ডে দাউদের যোগ থাকতে পারে, সন্দেহ এনআইএ-র

ওই কাণ্ডে ইতিমধ্যেই কল্লড় অভিনেত্রী রাগিণী দ্বিবেদী এবং সঞ্জনা গালরানিকে গ্রেফতার করেছে পুলিশ। বীরেন খন্না নামে এক রেভ পার্টি উদ্যোক্তাকেও গ্রেফতার করা হয়েছে। ওই মাদক চক্রের মোট ১৫ জন চাঁই এখন পুলিশের জালে। সেই সূত্রেই আদিত্য আলভার সন্ধান চলছে। তাঁকে ধরতে পারলে মাদক চক্রের শিকড় কোথায় পৌঁছছে তার হদিশ পাওয়া যাবে বলেই মনে করছে বেঙ্গালুরু পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement