Viral

ড্রেনে সাঁতার কাটছেন যুবক! কারণ শুনলে চমকে যাবেন

কিন্তু এ বার পাবজিতে হেরে এক যুবকের কাণ্ডে হেসেই খুন সোশ্যাল মিডিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৫
Share:

পাবজিতে হেরে ড্রেনে সাঁতার কাটছে যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কেউ বিয়ে করতে বসেও খেলছেন পাবজি তো কেউ পাবজির খেলায় বাধা পেয়ে স্ত্রীকে ডিভোর্স দিতেও দু’বার ভাবছেন না। পাবজি আসক্তি নিয়ে এ রকম বিচিত্র ঘটনার খবর বার বার সামনে এসেছে সাম্প্রতিক অতীতে। কিন্তু এ বার পাবজিতে হেরে এক যুবকের কাণ্ডে হেসেই খুন সোশ্যাল মিডিয়া।

Advertisement

শুক্রবার কর্নাটকের বিজয়নগরের এক যুবক বন্ধুদের সঙ্গে পাবজিতে মেতেছিলেন। সেই খেলায় জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু শেষমেশ বন্ধুদের কাছে বাজিতে হেরে যান তিনি। বাজি হারায় শর্তও মেনে নেন তিনি। সেই শর্ত মেনে ড্রেনের মধ্যে সাঁতার কাটছিলেন ওই যুবক।

এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আবর্জনা-পাঁক ভর্তি ড্রেনে সাঁতার কাটছেন ওই যুবক। তা দেখে, সেই সময় ওই ড্রেনের পাশ দিয়ে যাওয়া ব্যক্তিরা পুলিশকে খবর দেন।

Advertisement

আরও পড়ুন: প্রাক্তন বিচারপতির বাড়িতে গৃহবধুর উপর অত্যাচারের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন: ভারতের সবচেয়ে দামি বিক্রি হওয়া বাড়ি, কুমারমঙ্গলমের রাজকীয় বাংলোর অন্দরমহল তাক লাগাবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement