Uttar Pradesh

প্রকাশ্যে ‘আন্টি’ ডাকায় রাগ, বাজারের মধ্যে যুবতীকে পেটালেন মহিলারা

নীল জামা পরিহিত ওই যুবতীকে মারছেন বেশ কয়েকজন মহিলা। কেউ তাঁর চুলের মুঠি ধরেছেন, কেউ মারছেন চড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৪:১৭
Share:

আন্টি বলায় যুবতীকে মার মহিলাদের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করবা চৌথ উপলক্ষে বাজারে কেনাকাটা সারছিলেন এক দল মহিলা। বাজারে ভালই ভিড় ছিল। ১৯ বছরের এক যুবতী সেখানে উপস্থিত কোনও এক মহিলাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন। এতেই ক্ষেপে গিয়ে ওই মহিলারা বাজারের মধ্যেই মারধর করতে থাকেন যুবতীকে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের এটায় বাবুগঞ্জ বাজারে করবা চৌথ উপলক্ষে মহিলাদের ভিড় ছিল ভালই। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নীল জামা পরিহিত ওই যুবতীকে মারছেন বেশ কয়েকজন মহিলা। কেউ তাঁর চুলের মুঠি ধরেছেন, কেউ মারছেন চড়। পরে এক মহিলা পুলিশকর্মী যুবতীকে উদ্ধার করেন।

এর পর ওই যুবতী ও তাঁকে মারধর করা মহিলাদের থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিবারের লোক আসে। তার পর কথা বলে দু’পক্ষের মধ্যে বিবাদ মিটিয়ে দেয় পুলিশ। ঘটনার জন্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন সেখানকার থানার এক পুলিশ অফিসার।

Advertisement

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেফতার অর্ণব গোস্বামী

আরও পড়ুন: ধর্ষণ লুকোতে ১৭ বছরের ভাইঝিকে খুন দিল্লির দম্পতির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement