Sikh

বিয়ে বাড়িতে গ্র্যান্ড এন্ট্রি! ভিডিয়ো দেখে মন ভাল হয়ে যাবে আপনার

সম্প্রতি একদল পঞ্জাবি যে ভাবে বিয়েবাড়িতে ঢুকেছেন, তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ১১:৩৩
Share:

বিয়ে বাড়িতে ভাঙরা নাচতে নাচতে প্রবেশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ের দিন, বিশেষ করে সে দিনের সন্ধ্যাটিকে স্মরণীয় করে রাখতে চান সকলেই। সে জন্য এক এক জন একেক রকম পন্থা নিয়ে থাকেন। সম্প্রতি একদল পঞ্জাবি যে ভাবে বিয়েবাড়িতে ঢুকেছেন, তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

বিয়েবাড়িতে ‘এন্ট্রি’ নেওয়ার সেই বিশেষ স্টাইলের ভিডিয়ো সম্প্রতি করা হয়েছিল টিকটকে। সেই ভিডিয়ো টুইটারে আপলোড করতেই ভাইরাল। হরজিন্দর সিংহ কুকরেজা নামের এক ব্যক্তি শুক্রবার শেয়ার করেছেন ওই ভিডিয়ো। তার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভাঙরা নাচতে নাচতে এক দল লোক বিয়েবাড়িতে প্রবেশ করছেন। তাঁদের সেই নাচ ও উৎফুল্লতা মুগ্ধ করেছে নেটিজেনদের।

Advertisement

আরও পড়ুন: অন্ধকার খাঁচার জীবন ভুলে এখন শুধুই মায়ের আদর খায় স্পার্কি! তার ৪৬৫ বন্ধুও পেয়েছে ঘর

আরও পড়ুন: লড়ে যাব, পহেলুর ছেলে একরোখা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement