Smriti Irani

মোদীর রাজ্যে গিয়ে স্মৃতি ইরানির তলোয়ার হাতে নাচ, দেখুন সেই ভিডিয়ো

সেই স্মৃতি ইরানিকেই দেখা গেল তরোয়াল হাতে।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৭:১২
Share:

তরোয়াল হাতে স্মৃতির নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

রাহুল গাঁধীর নাম উত্তরপ্রদেশের অমেঠী লোকসভা কেন্দ্রে এ বার কেটে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি দেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী, বস্ত্রমন্ত্রীও। সেই স্মৃতি ইরানিকেই দেখা গেল তরোয়াল হাতে। দু’হাতে দু’টো তরোয়াল নিয়ে নাচলেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পড়তে না পড়তেই ভাইরাল।

Advertisement

গুজরাতের ভাবনগরে শুক্রবার ছিল ‘উইমেনস আপলিফ্টিং ফোরাম প্রোগ্রাম’। শ্রী স্বামীনারায়ণ গুরুকুল আয়োজন করেছিল সেই অনুষ্ঠানের। সেখানেই তরোয়াল হাতে নেচেছেন স্মৃতি ইরানি।

তবে কেন্দ্রীয় মন্ত্রী একা নন। তার সঙ্গে তরোয়াল হাতে নাচতে দেখা গিয়েছে বেশ কয়েকজন মহিলা পারফরমারকে। সেখানকার ঐতিহ্যবাহী নাচ ‘তলওয়ার রাস’–এর অঙ্গ হিসাবেই দু’হাতে তলোয়ার নিয়ে নেচেছেন অমেঠীর সাংসদ। এই ‘তলওয়ার রাস’ গুজরাত ও রাজস্থানের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয়। দেখুন সেই ভিডিয়ো...

Advertisement

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে খাবারের দাম এক লাফে বাড়ল অনেকটা, দেখে নিন নতুন দামের তালিকা

আরও পড়ুন: পাঁচতারা হোটেলে তিনটি ডিমের দাম দিতে গিয়ে মাথায় হাত এই সঙ্গীত পরিচালকের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement