Bengaluru

বেঙ্গালুরুর ব্যস্ত এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, দেখুন ভিডিয়ো

যেখানে এই বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে আগে ছিল কাপালি থিয়েটার।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১২:১৫
Share:

যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বেঙ্গালুরুর ম্যাজেস্টিক এলাকায় ভেঙে পড়ল একটি নির্মীয়মান বাড়ি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যেখানে এই বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে আগে ছিল কাপালি থিয়েটার। সেই থিয়েটার ভেঙে ফেলার পর তৈরি করা হচ্ছিল মাল্টিপ্লেক্স। সেই কাজই চলছিল সেখানে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।

Advertisement

জানা গিয়েছে, এই মাল্টিপ্লেক্সের ভিত কাটার সময় আশেপাশের বহুতলে ফাটল দেখা দেয়। যার জেরে এলাকা আগেই ফাঁকা করেছিলেন সেখানকার পুর কর্তৃপক্ষ। আগামী মাসে এই নির্মীয়মান বহুতলটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি।

বহুতল ভেঙে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালিয়েছে দমকল। দেখুন বহুতল ভাঙার সেই ভিডিয়ো—

Advertisement

বহুতল ভেঙে পড়া নিয়ে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালেয়র এক অধ্যাপক বলেছেন, ‘‘আমার মনে হয় বহুতলের মালিক ও কনট্রাক্টর ভূবিদের পরামর্শ না নিয়ে এই বহুতল তৈরি করছিলেন। এটা দেখে সাধারণ মানুষের চোখ খোলা উচিত। বহুতল তৈরির আগে সেখানকার মাটি পরীক্ষা করা ও ভূবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।’’

আরও পড়ুন: মুম্বইয়ের বস্তির ৫৭ শতাংশ বাসিন্দাই করোনা আক্রান্ত! জানাল সমীক্ষা

আরও পড়ুন: টেস্ট বেশি, সংক্রমণের হার কম, দেশের করোনা চিত্রে স্বস্তির ইঙ্গিত?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement