Viral

সঙ্গিনীর খোঁজে দু’হাজার কিমি পাড়ি বাঘের!

সেই খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মজাদার বিভিন্ন মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ১৮:২০
Share:

দু’হাজার কিমি পাড়ি দিয়েছে এই বাঘ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

খাবার বা নিরাপদ বাসস্থানের জন্যএক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দেয় বাঘেরা। সম্প্রতি যৌনতার জন্য সঙ্গিনী খুঁজতে প্রায় দু’হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে একটি বাঘ। সেই খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মজাদার বিভিন্ন মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

সঙ্গিনীর খোঁজে বাঘের পাড়ি দেওয়ার ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান। যা ইতিমধ্যেই ভাইরাল।

সেই টুইট থেকে জানা যাচ্ছে, দু’হাজার কিমি পথ পাড়ি দিয়ে বাঘটি এখন পৌঁছেছে মহারাষ্ট্রের অভয়ারণ্যে। তিনি আর জানিয়েছেন, দিনের বেলায় বিশ্রাম নিয়ে রাতের বেলায় জঙ্গল, নদী, রাস্তা পেরতো সে। যদিও এই পথ পেরতো সে কোনও লোকালয়ে হামলা করেনি। বাঘের গলায় বেঁধে দেওয়া জিপিএস ট্রাকারের মাধ্যমে বাঘটির প্রতি নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই পোস্ট—

Advertisement

এই দেখে, নেটাগরিকরা বলছেন, ‘‘বাঘেরও টিন্ডার ডেটিং অ্যাপের দরকার। তাহলে আর এতো হয়রানি হতে হবে না।’’

আরও পড়ুন: বিজেপি মানে হিন্দুত্ব নয়, অযোধ্যায় দাঁড়িয়ে তোপ উদ্ধবের

আরও পড়ুন: নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement