Uttar Pradesh

৭ বছরের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল এক দল কুকুর, তার পর...

কুকুরের কামড়ের জেরে হাত-পায়ে গভীত ক্ষত হয়েছে ৭ বছরের রেশমার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২২:২৫
Share:
Advertisement

৭ বছরের রেশমা বাড়ি থেকে বেরিয়ে বাজার যাচ্ছিল দেশলাই কিনতে। সে সময় রাস্তার ধারে বসে থাকা এক দল কুকুর ছুটে আসে তার দিকে। ভয়ে ছুটতে গিয়ে পড়ে যায় সে। তার পরই হিংস্র ভাবে কুকুরগুলি ঝাঁপিয়ে পড়ে একরত্তি বাচ্চাটির উপর। ৮-১০টি কুকুরের ওই দল কামড়ে আঁচড়ে দেয় রেশমাকে। হাত-পা ছুড়়ে বাঁচার চেষ্টা চালালেও কুকুরদের আক্রমণ প্রতিহত করতে পারেনি সে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে আলিগড়ের কলানগর এলাকায়। গোটা ঘটনা ধরা পড়েছে ওই এলাকার একটি সিসিটিভিতে। সেখানে দেখা যাচ্ছে, রেশমাকে কুকুরগুলো ঘিরে রেখেছে। ঘটনাটি দেখে রাস্তা দিয়ে যাওয়া বেশ কয়েক জন ছুটে আসেন। তারাই হিংস্র কুকুরদের আক্রমণ থেকে রক্ষা করেন রেশমাকে।

Advertisement

কুকুরের কামড়ে হাত-পায়ে গভীর ক্ষত হয়েছে ৭ বছরের রেশমার। প্রাথমিক চিকিৎসার পর এখন বাড়িতেই রয়েছে সে। তবে এই ঘটনায় আতঙ্কের ছাপ স্পষ্ট তার চোখে-মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement