ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢালছেন নীতেশ রাণের (ডান দিকে) সমর্থকেরা। ছবি: পিটিআই।
পুর আধিকারিককে ব্যাট দিয়ে মেরে কয়েক দিন আগেই জেলে গিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ। ইনদওরের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বেশ কয়েক জন সমর্থকের সঙ্গে গ্রেফতার হন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক নীতেশ রাণে। তাঁর বিরুদ্ধে আবার পুরসভার ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢালার অভিযোগ উঠেছিল। রাজনৈতিক নেতাদের এ হেন আচরণ এখনও অব্যাহত। এ বার ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় মহারাষ্ট্রে এক শিব সেনা নেতাকে দেখা গিয়েছে কয়েক জন ট্রাক চালককে বেধড়ক মারধর করতে। সেই সঙ্গে আজ ভোর চারটে নাগাদ আগরায় টোল প্লাজা কর্মীদের মারধর করতে দেখা গিয়েছে এক বিজেপি সাংসদের দেহরক্ষীদের।
মহারাষ্ট্রের ঘটনাটি কবে জানা যায়নি। তবে পাঁচ মিনিটের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে শিব সেনা নেতা তথা পুর প্রতিনিধি মিলিন্দ বৈদ্য মুম্বইয়ের মাহিম এলাকায় কয়েক জন ট্রাক চালককে চড়-থাপ্পড় মারছেন। এক সময়ে মুম্বইয়ের মেয়র ছিলেন মিলিন্দ। ভিডিয়োটি ভাইরাল হয়েছে কাল থেকে। মিলিন্দকে বলতে শোনা গিয়েছে, মুরগি ভর্তি ট্রাকের চালকেরা এমন ভাবে গাড়ি পার্ক করছেন যে, এলাকার একটা বড় অংশ জুড়ে স্থানীয় মানুষদের চলাফেরায় অসুবিধে হচ্ছে। বৃহন্মুম্বই পুরসভাকে জানিয়েও কোনও ফল হয়নি বলে তিনি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন বলে ভিডিয়োয় জানিয়েছেন মিলিন্দ।
আগরার ঘটনাটি ভোর রাতের। বিজেপি সাংসদ রামশঙ্কর কাঠেরিয়া ও তাঁর দেহরক্ষীদের ঝামেলা বাধে টোল প্লাজার কর্মীদের। সাংসদের দেহরক্ষীদের টোল কর্মীদের লাথি মারতে দেখা যায়। এক জন শূন্যে গুলিও ছোড়েন। অভিযোগ, ঘটনাস্থলে এক পুলিশ কর্মীও উপস্থিত ছিলেন। সাংসদ নিজে টোলকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তাঁর দাবি, আত্মরক্ষায় তাঁর দেহরক্ষীরা মারধর করেছেন। ওই সাংসদ ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন টোল কর্মীরা।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।