চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার আরপিএফের। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
স্টেশনে ঢুকছে ট্রেন। আর সেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে আটকে গিয়েছেন মধ্যবয়সী এক ব্যক্তি। ওই ব্যক্তিকে এই ভাবে আটকে যেতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত এক আরপিএফ কনস্টেবল। তিনি ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়ে আটকে পড়া ওই ব্যক্তিকে টেনে বের করে আনেন। ওই আরপিএফ কনস্টেবলের জন্যই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তি।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদের নামপল্লি স্টেশনে। সেই ঘটনার ভি়ডিয়ো শুক্রবার টুইটারে পোস্ট করেছে এক সংবাদ সংস্থা। তার পরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ১২ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপ।
আর সেই ভিডিয়ো দেখে, ওই আরপিএফ কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। গুরুতর না হলেও ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে আটকে পড়ে হাল্কা চোট পেয়েছেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: সঙ্গীকে আকৃষ্ট করতে হিমালয়ান মোনালের নাচ দেখেছেন কখনও?
আরও পড়ুন: জাত রাখতে পৃথক থালায় মিড-ডে মিল