Indian Coast Guard

বিশাখাপত্তনমে জাহাজে আগুন! জলে ঝাঁপ কর্মীদের, নিখোঁজ এক

আর সেই আগুনের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেন ওই জাহাজে থাকা ২৯ জন কর্মী।  

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১৭:২৭
Share:

আগুন লেগে ধোঁয়া বেরচ্ছে জাগুয়ার থেকে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরে দাঁড়িয়ে ছিল ভেসেল কোস্টাল জাগুয়ার। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ হঠাৎ আগুন ধরে যায় সেই জাহাজে। সেই আগুনের জেরে বিস্ফোরণও হয়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আর সেই আগুনের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেন ওই জাহাজে থাকা ২৯ জন কর্মী।

Advertisement

এই ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিল ভারতীয় উপকূল বাহিনীর জাহাজ রানী রাসমণি। উদ্ধারকার্যের জন্য তড়িঘড়ি করে রাসমণিকে নিয়ে আসা হয় সেখানে। তার পর উদ্ধার করা হয় জাগুয়ারের কর্মীদের। জাগুয়ারের ২৮ জন কর্মী উদ্ধার হলেও একজন এখনও নিঁখোজ। তাঁর খোঁজ পেতে উদ্ধারকার্য চালানো হচ্ছে বলে উপকূল রক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে। সেখানে বলা হয়েছে, ‘১২ অগস্ট সাড়ে ১১টায় আগুন লাগে জাহাজ জাগুয়ারে। জীবন বাঁচাতে ২৯ জন কর্মী ঝাঁপ দেন জলে। তাঁদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। একজনের খোঁজ চলছে।’

Advertisement

তবে কী করে জাগুয়ার জাহাজে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বন্যা থেকে বাঁচতে কুমির আশ্রয় নিল বাড়ির ছাদে! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: জলের তোড়ে ভেসে গেল বাড়ি, মৃত ৬, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement