Parrot

সিম্বার কোন গান শুনে সিটি দিচ্ছে এই পাখিটিও?

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১২:৩৪
Share:

এই টিয়াপাখির সিটি দেওয়ায় মজেছে নেটিজেনরা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

রণবীর সিংহের ‘সিম্বা’ বক্স অফিস মাতিয়েছিল আগেই। সেই সিনেমার একাধিক গান এখনও হিট। সিম্বার ‘আঁখ মারে’ গানটি শুনে একটি টিয়া সম্প্রতি যা করেছে তা দেখে মাথায় হাত নেটিজেনদের। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘরের মেঝেতে ঘোরাফেরা করছে। তখনই টিভিতে শুরু হল একটি গান। আর সেই গানের আওয়াজ পেয়েই লাফিয়ে সোফায় উঠে পড়ল টিয়াটি। তাঁর চোখ তখন টিভির দিকে। আর টিভি চলছে ‘আঁখ মারে’ গানের ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখেই সিটি দেওয়া শুরু করল পাখিটি। গানের সঙ্গে তাল মিলিয়ে টিয়ার সিটি দেওয়া মুগ্ধ করেছে নেটিজেনদের।

এই ভিডিয়োটি শেয়ার করেছেন এক টুইটার ইউজার। তার পর থেকে প্রায় চার লক্ষ লোক দেখে ফেলেছেন এই ভিডিয়ো।

Advertisement

আরও পড়ুন: জঙ্গলে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার, ডিসকভারি চ্যানেলে এ বার মোদী

আরও পড়ুন: গরু এ বার আইআইটির ক্লাসরুমে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement