Stray Dog in Hospital Bed

হাসপাতালের বিছানায় আরাম করে শুয়ে পথকুকুর! পাশেই রোগীর চিকিৎসা, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বিছানায় শুয়ে রয়েছে একটি পথকুকুর। পাশে চলছে অন্য রোগীর চিকিৎসা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০৯:৩৭
Share:

মান্দালিয়া জেলা হাসপাতালে এই ঘটনা প্রথম নয়। ছবি: সংগৃহীত।

হাসপাতালের ঘরে শুয়ে আছেন চিকিৎসাধীন রোগীরা। সেই ঘরেই ফাঁকা বিছানায় শুয়ে একটি পথকুকুর। আর কুকুরের পাশের বিছানাতে দিব্যি চলছে অন্য রোগীর চিকিৎসাও। এমনই দৃশ্য ধরা পড়ল উত্তরপ্রদেশের আজমগড়ের মান্দালিয়া জেলা হাসপাতালে।

Advertisement

এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা স্বীকার করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বিছানায় শুয়ে একটি পথকুকুর। পাশে চলছে অন্য রোগীদের চিকিৎসা। আর তা নিয়ে কোনও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের।

এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতে রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন।

Advertisement

মান্দালিয়া জেলা হাসপাতালে এই ঘটনা প্রথম নয়। এর আগেও এই হাসপাতালে কুকুরকে মৃত রোগীর দেহাংশ মুখে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল।

সেই সময় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন যে, এই ঘটনা আর ঘটবে না। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিয়োয় হাসপাতালের কর্তৃপক্ষের উদাসীন চেহারা আবার ফুটে উঠেছে বলে অভিযোগ। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement